হুয়াওয়ে কত বড়?
হুয়াওয়েই টেকনোলোজিস কো. লি. (ফিনিন: এই শব্দ সম্পর্কে Huáwéi), হচ্ছে একটি চীনা বহুজাতিক নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন উপকরন প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী কোম্পানি যার সদরদপ্তর কুয়াংতুং প্রদেশের শেনচেন শহরে অবস্থিত।[৩] ২০১২ সালে এরিকসনকে টপকে এটি বড় টেলিকমিউনিকেশনের উপকরণ স্থান দখল করে নেয় Huáwéi .
শুরুর দিকে হয় শুধু ফোন বিক্রি করতো কিন্তু পরবর্তীতে তারা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করে এবং কনসাল্টিং সেবা প্রদান এবং চীনের ভেতর এবং বাইরে সামগ্রী সরবরাহ শুরু করে | । ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত হুয়ায়েই ১৭০,০০০ জনবল কাজ করে যাদের মধ্য প্রায় ৭৬,০০০ জন রিসার্চ এবং ডেভলপমেন্ট বিভাগে কাজ করে |
ফ্রান্স,, সুইডেন, আয়ারল্যান্ড, চিন, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, পাকিস্তান,ভারত, রাশিয়া এবং তুরস্কে, বেলজিয়াম, জার্মানি, কলাম্বিয়া, হুয়ায়েই-এর ২১ টি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান আছে | এছাড়াও 2014 সালে 'হুয়ায়েই আরও উন্নত করার লক্ষ্যে সামনে রেখে 6.4 বিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট করে
হুয়াওয়ে নামকরণ
চীন নামটি থেকে অনুবাদ করে 'হুয়ায়েই নামটি নেওয়া হয়েছে। হুয়া শব্দের অর্থ ফুল; এজন্য হুয়ায়েই কোম্পানীর লোগোতে ফুলের ছবি থাকে। ওয়েই শব্দের অর্থ কাজ বা অর্জন। চীনা ভাষায় কোম্পানীর নামের উচ্চারণ 'ওয়াহ-ওয়েই'; অপরদিকে মান্দারিন ভাষায় উচ্চারণ 'হুয়ায়েই'।
হুয়াওয়ে ইতিহাস
রেন ঝেংফেইয়ের হাত ধরে ১৯৮৭ সালে এর গোড়াপত্তন হয়।

