আগর গাছ এক ধরনের সুগন্ধি জাতীয় গাছ | এটি স্কিন কেয়ার ছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ তৈরি এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এজন্য আগর গাছ এত জনপ্রিয় |
সাউথ আফ্রিকার রেইনফরেস্টে জন্মায় সুগন্ধি হিসেবে মধ্যপ্রাচ্যে ও উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বিখ্যাত আগর গাছের থেকে তৈরিকৃত তেলের দাম এসেনশিয়াল এর উপর ভিত্তি করে 30 হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে প্রতি কেজি এমনকি এই গাছের কাঠের দাম প্রতি কেজির দাম 30 ডলার থেকে 9 হাজার ডলার হয়ে থাকে |
বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ
অনেক প্রাচীনকাল থেকেই আগর গাছের ব্যবহার হয়ে আসছে এবং এর জনপ্রিয়তা অনেক বেশি এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে আগর গাছের ব্যবহার লক্ষ্য করা যায় এছাড়াও চীনে তারাগর কাঠের ব্যবহার করতো বলে জানা যায় |
এই গাছের ছাল খুবই নরম এবং কার্ড অনেক পাতলা এবং সাদা হয়ে থাকে আগর গাছ রোপন করার চার বছর পরে গাছের মধ্যে অনেকগুলো ছিদ্র করে দেয়া হয় যাতে এক ধরনের ফাঙ্গাস আক্রমণ করতে পারেন এবং এটা আক্রমণ করার মাধ্যমে কাঠের ভিতরে এক ধরনের কালো রঙ ধারণ করতে থাকে |
মূলত এই কালো রং ধারণকৃত অংশটুকু এই সুগন্ধি কাট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ছিদ্র করা দুই থেকে তিন বছর পরেই আগর গাছ কেটে সেটার মধ্যে থেকে যে কালো অংশ ইনফেক্টেদ যে অংশটি থাকে সে অংশটি আলাদা করা হয় আগর গাছের ওই অংশটি সবথেকে বেশি দামে কেননা অংশটি সবথেকে বেশি সুগন্ধি হয়ে থাকে |
ফ্যাকাশে এবং সাদা অংশটুকু কম সুগন্ধি থাকে আগর কাঠ থেকে কাল অংশটি আলাদা করা হয় জানো সবথেকে বেশি গ্রেটিং পাওয়া যায় সারানোর প্রসেসটি সম্পন্ন হাতের মাধ্যমে করা হয় যেন কোন অংশটি কাঠের সাথে যেনা থেকে যায় কাঠ থেকে সরানো অংশটিকে কিছুদিন পানিতে ভিজিয়ে রাখা হয় |
এই সিদ্ধ করা বা পানিতে ভিজিয়ে রাখা কাছ থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত তেল তৈরি করা হয় এই তেলকে wood অয়েল তেল বলা হয়ে থাকে পরবর্তীতে এই তেল সাবান শ্যাম্পু ঔষধ স্কিন কেয়ার আরো বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই কাঠের ব্যবহার বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে সুগন্ধি সরানোর জন্য যে ধোয়া সেটার জন্য ব্যবহার করা হয়ে থাকে |
একটি রিপোর্ট থেকে দেখা গেছে প্রতি কেজি আগর কাঠের এক লক্ষ ডলার পর্যন্ত হয়ে থাকে 2020 সালের আগর কাঠের মার্কেট প্রাইস ছিল 126 মিলিয়ন ডলারের বেশি এবং প্রতি বছর অর্থাৎ 2007 সাল পর্যন্ত 30 পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে একটা তথ্য সূত্রে জানা গেছে যে আগর গাছের আমদানি আগের তুলনায় 80 শতাংশ কমে গেছে আর এই কারণের জন্যই আগর গাছের কাঠ বা তেল এত দামী হয়ে থাকে |
Good post
ReplyDelete